মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল ঘিরে প্রার্থী ও নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে। সভাপতি প্রার্থী নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ না থাকলেও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা -পর্যালোচনা।
এ পর্যন্ত ৫ জন সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা সার্বক্ষণিক নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রাখছেন। এরা হলেন,বর্তমান কমিটির সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, দপ্তর সম্পাদক ইফতেখারুজ্জামান শাহীন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মাষ্টার।
এদের মধ্যে সাধারন নেতাকর্মী ও কাউন্সিলদের দৃষ্টি কাঁড়তে সক্ষম হয়েছে শিক্ষিত,মার্জিত ও ভদ্র বলে পরিচিত খোরশেদ আলম মাষ্টার। তিনি শুধু রাজনীতি নয় সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে জড়িয়ে রেখেছেন সামগ্রিক ভাবে।
বক্তাবলী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি,৫৫ নং কানাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, কানাইনগর দক্ষিন জামে মসজিদের মোতোয়াল্লী ও সম্পাদক, কানাইনগর পঞ্চায়েত কমিটির সদস্য, বক্তাবলী ফরায়েজি আন্দোলনের কার্যকরী কমিটির সদস্য, কানাইনগর কবরস্থান কমিটির সহ সভাপতি, রাজনগর দারুস সুন্নাহ মাদ্রাসার আজীবন দাতা হিসেবে রয়েছেন।
এ ছাড়াও কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের গর্ভানিং বডির সদস্য হিসেবে ইতিপূর্বে দায়িত্ব পালন করেছেন।
অত্যান্ত মিষ্টভাষী,সদালাপী খোরশেদ আলম মাষ্টার বলেন,আমার নেতা বক্তাবলী ও ফতুল্লর মাটি ও মানুষের প্রান হাজ্বী এম শওকত আলী সাহেব আমার রাজনৈতিক গুরু। তার আর্শীবাদে সাধারন নেতাকর্মী, কাউন্সিলরদের ভালবাসায় সাধারন সম্পাদক নির্বাচিত হলে দলের নীতি ও আর্দশ মেনে দল শক্তিশালী করতে নিজেকে উৎসর্গ করে যাব। কেননা বক্তাবলীর প্রতিটি মানুষ ও মাটির সাথে আমার আতœা মিশে আছে।
কাউন্সিল হলে শতভাগ জয়ের আশাবাদ ব্যক্ত করেন এই আওয়ামী লীগ নেতা।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন