মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : সোনারগাঁওয়ের নিখোঁজ অটোরিক্সা চালক আশু মোল্লার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ আড়াইহাজারে উদ্বার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকালে মদনপুর-আড়াইহাজার সড়কের ব্রাহ্মণদীকান্দা পল্লীবিদ্যুৎ প্রজেক্টের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশু মোল্লা সোনারগাঁয়ের মিরেরবাগ এলাকার মৃত মালেক মোল্লার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে তিনি নিখোঁজ ছিলেন। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর হোসেন জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, ওই যুবকের পেছন থেকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ প্যাচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। জানা যায়, বৃহস্পতিবার বিকেল থেকে আশু মোল্লা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আশু মোল্লার বড় ভাই বেনু মোল্লা বাদী হয়ে শুক্রবার সকালে সোনারগাঁও অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নিখোঁজ আশু মোল্লার বড় ভাই বেনু মোল্লা উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকেলে ৪ টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন আশু মোল্লা। কিন্তু গভীর রাতেও তিনি বাড়িতে না ফেরায় বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করে তাকে পাননি।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন