বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা এনে না দেয়ায় পাষন্ড স্বামী তার স্ত্রী আন্নি আক্তার (২১) গরম পানি দিয়ে মুখ ঝলসে দিয়ে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিয়ের পর থেকে প্রায় সময় কারণে অকারনে স্বামী মৃদুল মোল্লার তার উপর নির্যাতন চালাতো। এমনকি নানা টালবাহানায় মৃদুল মোল্লা আন্নি আক্তারের বাবার কাছ থেকে ১ লাখ নিয়েছে। কিছুদিন ধরে মৃদুল মোল্লা তার স্ত্রী আন্নি আক্তারকে তার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলো। সেই টাকা এনে না দেয়ায় আন্নির উপর মৃদুল মোল্লা নির্যাতন চালায়।
গত ১৩ মে দুপুরে মৃদুল তার স্ত্রী আন্নি আক্তারকে ফের তার বাড়ি থেকে দাবিকৃত ২ লাখ টাকা এনে দিতে বলে। আন্নি টাকা এনে দিতে অস্বীকার করায় মৃদুল তাকে মারধর করতে শুরু করেন। এক পর্যায়ে রান্না ঘর থেকে গরম পানি এনে তার মুখে ছুড়ে মেরে মুখ ঝলসে দেয়। ঘটনার পর দিন ১৪ মে নির্যাতনের স্বীকার গৃহবধু বাদি হয়ে রূপগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করলেও রহস্যজনক কারণে এখনো পর্যন্ত মামলা রুজু করেনি পুলিশ। মামলা না নেওয়ায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে নির্যাতনের শিকার ওই গৃহবধূ। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসীমউদ্দিন বলেন, নির্যাতনের স্বীকার গৃহবধুর একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্তের রিপোর্ট আসতে একটু দেরি হওয়ায় মামলাটি রুজু করতে একটু বিলম্ব হয়েছিল। আজ (শুক্রবার) দুপুরে তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি, মামলাটি রাতে রুজু করা হবে। এমনকি ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন