সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
রূপগঞ্জে উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দু’টি পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজারে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় তাৎক্ষনিক অভিযানে ৮ জনকে আটকের কথাও জানান রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিম লিটুর অনুসারীদের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের দু’জনের দ্বন্দ্ব পুরোনো। নির্বাচনকে ঘিরে এ দ্বন্দ্ব বেড়েছে। ওই দ্বন্দ্বের জেরে দেশীয় অস্ত্র নিয়ে এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। এ সময় গোলাম রসুলের ভাইয়ের মালিকানাধীন একটি মিষ্টি বিক্রির দোকান ভাঙচুর করা হয়।
এ ঘটনায় আহত আব্দুর রহিমের অনুসারী রাব্বি মিয়া ও নিহাল ভূঁইয়ার নাম পাওয়া গেছে৷ তারা দু’জনে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সংঘর্ষের সময় আতঙ্কিত বাজারের দোকানিরা তাদের দোকানপাট বন্ধ করে বাজার ছেড়ে চলে যান৷ পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
তবে এ বিষয়ে জানতে গোলাম রসুল ও আব্দুর রহিমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তারা ফোন ধরেননি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ‘পুরোনো দ্বন্দ্বের জেরে তুচ্ছ ঘটনাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৪ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন