বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
রূপগঞ্জ সংবাদদাতা : রূপগঞ্জে নতুন করে আরো ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের দেহে কোভিট-১৯ এর ভাইরাস শনাক্ত হয়।
এদিকে বুধবার হোম কোয়ারেন্টাইনে থাকা লাল মিয়া মাষ্টার নামে একজন করোনা রোগীর মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৪ জন। মৃতের সংখ্যা ৩ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন জানান, বুধবার বিকেলে পাওয়া রিপোর্টে ২৮ জনের নমুনার মধ্যে ১৯ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ১২ মে পাঠানো নমুনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
এ নিয়ে রূপগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪ জন।
ডা. মামুন আরো জানান, নতুন আক্রান্ত ১৯ জনকে তাদের আক্রান্তের বিষয়টি জানিয়ে কোয়ারেন্টানে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদের মধ্যে কেউ যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিতে চান তাহলে তাদের হাসপাতালে ভর্তি করা হবে।
অপরদিকে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, থানায় আক্রান্ত একজন পরিদর্শক, এক উপ-পরিদর্শক ও ৭ কনস্টেবলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন