বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
রূপগঞ্জ উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গাউছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে র্যাব-১১’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কামাল হোসেন রূপগঞ্জের বানিয়াদি গ্রামের বশির উদ্দিনের ছেলে।
র্যাব-১১’র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু জানান, ২০০৫ সালে রূপগঞ্জের বানিয়াদি গ্রামের মফিজ উদ্দিন মেম্বারের ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শফিকুলের বাবা মফিজ উদ্দিন আসামি কামালসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেন।
ওই মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে উল্লেখিত আসামিসহ তার সহযোগীদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত। এ মামলায় কামালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব জানায়, মামলার রায় হওয়ার পর আদালতে আত্মসমর্পণ না করে গা ঢাকা দেয় কামাল। ১০ বছর ধরে বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। সোমবার রাতে গাউছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন