বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪ .কম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে রুপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল । রবিবার ( ১ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০ টায় কায়েতপাড়া ইউনিয়নের হরিনা নদীর পাড় সংলগ্ন স্থানে রুপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা আলী আহম্মেদ এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রুপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহম্মেদ।
বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ শিপলু দেওয়ান, আমিনুল ইসলাম, আয়নাল হক,মোঃ রোমান রাজ,মোঃ ইয়াছিন মিয়া,মোঃ বিল্লাল,এইচ আর রাসেল,ইব্রাহীম মিয়া,মিজান,মনু মিয়া,মোঃ অপু,সিরাজুল,মিলন প্রমুখ।
প্রধান বক্তা রাসেল আহম্মেদ বলেন,পরিছন্ন রাজনীতির মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে ৪২ বছর আগে আজকের এই দিনে তিনি ৭৫ সদস্য বিশিস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। জাতীয়তাবাদীতে বিশ্বাসী হয়ে আজও দেশের কোটি কোটি মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়ে বিএনপি দেশের অন্যতম একটি প্রধান দল হিসেবেই রয়েছে। বর্তমান ক্ষমতাসীন দলের শত নির্যাতনেও একচুল পরিমান দলচ্যুত হয়নি সাধারন নেতাকর্মীরা। তিনি আরও বলেন,সরকার বিএনপির নেতাকর্মীদেরকে যত বাধা প্রদান করবে দল আরও শক্ত অবস্থানে যাবে। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা রাজপথে আছি এবং থাকবো। তিনি অনতিবিলম্বে কারাবন্ধি দলের চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আহবান জানান। তিনি আরও বলেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, রূপগঞ্জের মাটি ও মানুষের প্রান,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কান্ডারী, রাজপথের লড়াকু সৈনিক মাহবুবুর রহমান মাহাবুবের নেতৃত্বে আমরা রাজপথে আছি এবং থাকবো।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন