সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমারগো  আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। -ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটু যুবদল নেতা টিপুর দিকনির্দেশনা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া আ’লীগ দোসরদের সংঘবদ্ধ হামলায় আহত ৪, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মিঠুর নেতৃত্বে একটি বিশাল মিছিল ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না : মামুন মাহমুদ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ ফতুল্লা সস্তাপুরে কাস্টমস কর্মকর্তা মারফের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঝাড়ু মিছিল নারায়ণগঞ্জে শ্রমিকদের নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ ফতুল্লায় সেচ্ছাসেবক দলের নেতা মামুনের রুহের মাগফেরাত কামনায় দোয়া

বর্ষা শুরুর আগেই পানিবন্দি ফতুল্লার বিভিন্ন অঞ্চল

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ডুবে গেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিভিন্ন এলাকার রাস্তাঘাট। তলিয়ে গেছে ঘরের মেঝে, রান্নাঘর, টয়লেট ও রাস্তাঘাট। বিশেষ করে বিভিন্ন এলাকার সড়কের কোথাও হাটু আবার কোথাও কোমর সমান পানি জমে গেছে। ফলে চরম দুর্ভোগ নেমে এসেছে ডিএনডিবাসীদের মাঝে। ফতুল্লার সহ আশপাশের এলাকায় এ চিত্র দেখা যায়। এদিকে বৃষ্টিতে ৩২ দশমিক ৮ কিলোমিটার ডিএনডি বাধের ভেতর ৫৬ বর্গ কিলোমিটার বিভিন্ন এলাকা বিশেষ করে ফতুল্লার রেলষ্টেশন রোড, লালপুর, কোতালেরবাগ, সস্তাপুর, ইসদাইর, দক্ষিন সেহাচর, লালখা, পূর্ব সেহাচর, ইয়াদ আলী মসজিদ রোড, তক্কারমাঠ, পিলকুনী ও দাপা ইদ্রাকপুর, আলীগঞ্জ মাদরাসা রোডসহ বিভিন্ন এলাকার রাস্তার ওপর পানি উঠে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে এলাকাবসী। রাস্তায় পানি জমে থাকায় বেশি বিপদে পড়েছেন এলাকার হাজারো মানুষ। এছাড়া বৃষ্টি ও পানিতে জলাবদ্ধতার কারণে রিকশাভাড়াও বেড়ে দ্বিগুণ হয়েছে। জলাবদ্ধতার কারণে ফতুল্লার বিভিন্ন এলাকায় রান্ন ঘর ডুবে গেছে। সরজমিনে ডিএনডি অভ্যন্তরের ফতুল্লার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় জলাবদ্ধতার দৃশ্য। নিচু এলাকার একতলা কাঁচা, পাকা ও বেড়ার বাড়িগুলোর মেঝে পানিতে তলিয়ে গেছে। ডিএনডির পানি নিস্কাশনের প্রধান খালগুলো দিয়ে পানি প্রবাহ স্বাভাবিক থাকলেও শাখা খালগুলো ময়লা আবর্জনায় সয়লাব ও অবৈধ দখলের কারণে প্রয়োজনের তুলনায় সংকীর্ণ থাকায় অনেক এলাকার পানি প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়রা জানান। তবে মহাসেন এর প্রভাবে চলা বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ আকারে রূপ নিতে পারে বলে আশঙ্কা অনেকে। এদিকে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে অপরিকল্পিতভাবে বাড়িঘর, কলকারখানা, স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা নির্মিত হওয়ায় ডিএনডিবাসী প্রতি বছরই জলাবদ্ধতার কবলে পড়তে হচ্ছে। ডিএনডির অভ্যন্তরের বসত-বাড়ি, রাস্তা-ঘাটে বর্ষায় জমে থাকা ময়লা ও নোংরা পানি প্রধান নিষ্কাশন খালে যেতে না পারায় এসব এলাকার লাখ লাখ বাসিন্দা জলাবদ্ধতার শিকার হয়ে চরম দুর্ভোগের মধ্যে বসবাস করছে। এতে অনেকেরই আবার নানা রোগে আক্রান্ত হতে দেখা গেছে। বিথী আক্তার নামের এক গৃহিনী জানান, এমনিতেই গত কয়েকদিনের বৃষ্টিতে আমরা পানিবন্দি হয়ে পড়েছি, তার উপর আবার ডিএনডি খালের পচা ও নোংরা পানি এলাকার ভিতরে প্রবেশ করছে। প্রতিবছরই বর্ষা মৌসুম এলেই আমরা পানিবন্দি হয়ে পড়ি। তাই তারা এ জলাবদ্ধা থেকে স্থায়ী ভাবে সমাধান করার জন্য সরকারের কাছে দাবি জানান। ডিএনডি বাঁধের পানি নিষ্কাশন করার জন্য বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। যা বাস্তবায়ন করছে সেনাবাহিনী। আধুনিকায়নের এ কাজ করেছে সেনা সদস্যরা। যা এগিয়ে চলছে পরিকল্পনা অনুযায়ী। এই পরিকল্পনায় কয়েকটি পাম্প হাউজ, খাল খনন, ওয়াক ওয়ে নির্মাণ, সবুজায়ন করার কথা রয়েছে। এরই মধ্যে অবৈধ দখলদারদের উঠিয়ে দিয়েছে। খাল খনন করা হচ্ছে। ময়লা আবর্জনা সরানো হচ্ছে। তবে পাম্প হাইজ নির্মাণ সময় সাপেক্ষ হওয়ায় তেমন কোন ফল এখনই ভোগ করতে পারছে না এই বাঁধের অধিবাসীরা।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
২৫ সফর, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১৬
সূর্যোদয়ভোর ৫:৩৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:২৯
এশা রাত ৭:৪৮

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD