মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে কারখানার মেশিনের মধ্যে পড়ে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলায় অবস্থিত আকিজ ফ্লাওয়ার মিল ইন্ডাস্ট্রির একটি ময়দার কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক বন্দরের একরামপুর এলাকার পান্না-সিরাজের বাড়ির ভাড়াটিয়া কুদ্দুস গাজীর ছেলে মো. রাজু (২৬) ও একই এলাকার অন্তু (২২)।
কারখানার শ্রমিক ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আকিজ ফ্লাওয়ার মিল ইন্ডাস্ট্রির তিন তলায় কাজ করতে গিয়ে রাজু ও অন্তু মেশিনের মধ্যে পড়ে যান। পরে মেশিনের পাইপ কেটে তাদের উদ্ধার করা হয়। বিকেলে তাদের দেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে রাজুর স্ত্রী ইতি আক্তার এসে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে লাশটি নিয়ে গেছেন। অন্তুর পরিরবার থেকে এখনো কেউ আসেননি।
রাজুর স্ত্রী ইতি আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার স্বামী সকাল ১০টায় কাজে গিয়েছিলেন। মৃত্যু হয়েছে দুপুরের সময়। অথচ আমাদের খবর দেয়া হয়েছে বিকেল সাড়ে ৩টার দিকে। কেন এমন ঘটনা হলো বুঝতে পারছি না।’
তবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুদ্দিন জানান, গোডাউনে কাজ করতে গিয়ে অক্সিজেন স্বল্পতার কারণে দুজন শ্রমিক অসুস্থ হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন ও অন্যজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানতে পেরেছি।মেশিনের ভেতর থেকে দুটি লাশ উদ্ধার করার কথা বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘আমি ঘটনাস্থলে যাইনি। ঘটনাস্থল পরির্দশন করা এসআই সেখান থেকে আমাকে এ তথ্য জানিয়েছেন।’
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
এশা | রাত ৭:৪৭ |
আপনার মতামত কমেন্টস করুন