সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:২০ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : আড়াইহাজার উপজেলায় বিয়ের কথা শুনে রেশমা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
শনিবার (১০ অক্টোবর) দিনগত রাতে উপজেলার সখেরগাঁও চয় এলাকা ঘটনা ঘটে।
রেশমা ওই গ্রামের মৃত রফিকুল ইসলামে মেয়ে ও পুরিন্দা সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ কান্ত্রি রায় জানান, রেশমার বাবা মারা যাওয়ার পর তার মা বিদেশে চলে যান। এরপর থেকে একই গ্রামে সে তার নানীর বাড়িতে বসবাস করে আসছিল। এরই মধ্যে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের জড়িয়ে পড়ে রেশমা। এদিকে লেখাপড়া বন্ধ করে রেশমাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেন তার নানী। বিয়েতে রাজি না হওয়ায় তার নানী তাকে মারধর করেন। এতে রাগে ও ক্ষোভে শনিবার রাতে সবার অজান্তে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুপুরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন