বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমারগো  আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। -ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটু যুবদল নেতা টিপুর দিকনির্দেশনা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া আ’লীগ দোসরদের সংঘবদ্ধ হামলায় আহত ৪, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মিঠুর নেতৃত্বে একটি বিশাল মিছিল ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না : মামুন মাহমুদ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ ফতুল্লা সস্তাপুরে কাস্টমস কর্মকর্তা মারফের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঝাড়ু মিছিল নারায়ণগঞ্জে শ্রমিকদের নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ ফতুল্লায় সেচ্ছাসেবক দলের নেতা মামুনের রুহের মাগফেরাত কামনায় দোয়া

আসন্ন রূপগঞ্জ ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বেবী’র ব্যাপক জনপ্রিয়তা

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম:

জাকিয়া কামাল বেবী রূপগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাড়িয়ারটেক গ্রামের বাসিন্দা। তিনি আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের ১,২ ও ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী। স্বামী আলহাজ্ব আবুল কালাম ঐতিহ্যবাহী ইছাপুরা বাজারের একজন স্বনামধন্য ব্যবসায়ী। বিগত ১৭ বছর যাবৎ বাড়িয়ারটেক সমাজের মসজিদ  কমিটির সভাপতি হিসেবে আছেন। পিতা মরহুম হাবিবুর রহমান খান ওরফে মানিক মাস্টার সফল শিক্ষক হিসেবে ইউসুফগঞ্জ প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষককতা পেশার সমাপ্তি টেনেছিলেন। বড় ছেলে কামরান আল সাবাহ্ (জিসান) একজন বি, এস, সি ইইঞ্জিনিয়ার। ছোট ছেলে মেহমুদ হাসান যুবরাজ চলতি বছরেই এইচ.এস.সি পরীক্ষায় সফলতার সহিত পাশ করেন। আর একমাত্র মেয়ে তাবিয়া মুসকান জেসিকা ২০১৯ সালের পিইসি পরীক্ষার্থী। জাকিয়া কালাম (বেবী)- তার মেধা ও শ্রম দিয়ে একজন সাধারণ সহজ সরল গৃহিণী থেকে আজকের এই অবস্থানে এসেছেন। তার কর্মজীবন শুরু হয় ২০০৩ সালে ইউনিছিপ-এর ছিছিমপুর স্কুল প্রোগ্রাম এর মাধ্যমে। তিনি এই স্কুলের আওতায় তার নিজ বাড়ীতে সমাজের গরীব ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা উপকরণ  ও শিক্ষার ব্যাবস্থা করেন। তার  এই প্রচেষ্টা তার গ্রামের পাশাপাশি পার্শবর্তী এলাকায়ও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। কিন্তু এই কার্যক্রম শুধুমাত্র প্রাক স্কুলে সীমাবদ্ধ থাকায়। ২০০৬ সালে সমাজের উন্নয়নের জন্য তিনি নিজ উদ্যোগে আরো বড় পরিসরে  তার মরহুম শশুরের নামে ‘আমির হোসেন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল’ প্রতিষ্ঠান করেন। যেখানে আজ শত শত শিশু নাম মাত্র খরচে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। তিনি প্রতিষ্ঠাকালীন সময় থেকে স্কুলটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। যেখানে তিনি নিজ হাতেই ছোট ছোট কমলমতি বাচ্চাদের পাঠদান করে থাকেন। এলাকায়  প্রতিটা শিশু ও অভিভাবকদের সাথে তার আন্তরিক সম্পর্ক রয়েছে এবং সবার কাছে তিনি  একনামে “বড় ম্যাডাম” হিসেবে তুমুল জনপ্রিয়। তার পাশাপাশি তিনি বর্তমানে রূপগঞ্জ উপজেলা শিক্ষা উন্নয়ন সমবায় সমিতির মহিলা বিষয়ক সম্পাদকের মূল্যবান দায়িত্ব পালন করে আসছেন। ছোট বেলা থেকেই তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে অতপ্রতভাবে জরিত। তার বাবা মরহুম মানিক মাস্টার আওয়ামীলীগের একনিষ্ঠ ভক্ত ও সমর্থক ছিলেন। আওয়ামীলীগের যেকোন সফলতা ও জয়ে তিনি অকৃত্রিম  উচ্ছাস প্রকাশ করতেন, আর আওয়ামীলীগের কঠিন সময়ে ঠিক সমান ভাবেই বিমর্ষ হতেন। মামা আব্দুল মোমেন সাহেব বর্তমানে পার্শ্ববর্তী ক্ষিলক্ষেত থানার ৪৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।  এবং তার বড় ভাই মাহবুবুর রহমান খান ঐ একই ওয়ার্ড আওয়ামীলীগের  সিনিয়র সহ-সভাপতি।

জাকিয়া কালাম (বেবী)-র সাথে আসন্ন নির্বাচন নিয়ে কথা বললে তিনি জানান,” আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির শিক্ষা পরিবারে ছোটবেলা থেকেই পেয়েছি। গনতন্ত্রের মান্বষকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার রাজনীতিতে আসার অনুপ্ররেণা। আর রূপগঞ্জের গর্ব ও অহংকার মাননীয় পাট ও বস্র মন্ত্রী- গোলাম দস্তগীর গাজী ( বীর প্রতীক ) আমার রাজনৈতিক পথ পদর্শক দাতা। তার আমলেই রূপগঞ্জের প্রতিটা ওয়ার্ড ও গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল উন্নয়ন দৃশ্যমান হয়েছে, যা বিগত কোন এমপি-র পক্ষে করা সম্ভব হয়নি। তার এই উন্নয়নের অংশীদার হতে এবং ১,২ ও ৩নং ওয়ার্ডের জনগণের প্রবল চহিদার পরিপ্রেক্ষিতে আমি আসন্ন নির্বাচনে অংশগ্রহন করার ইচ্ছা পোষণ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ১,২ ও ৩নং ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য কিছু করতে পারি।”

তিনি আরো বলেন,১,২ ও ৩ নং ওয়ার্ডের জনগণ আমাকে চায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয় বরং আমি চাই একটি অংশ গ্রহণ মূলক নির্বাচন, যেখানে মানুষ তার সাংবিধানিক অধিকার মহামূল্যবান ভোট প্রয়োগ করতে পারে। তাতে পাশ বা ফেল যাই করি তা আল্লাহর ইচ্ছা হিসেবে আমি মেনে নেব। আর নির্বাচনে আগ্রহী সকল সম্ভাব্য প্রার্থীকে আমি বিনোয়ের সহিত অনুরোধ জানাচ্ছি, তারা যেন জনগনের ভোটাধিকারের প্রতি সম্মান রেখে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে।”

সর্বপরি জাকিয়া কালাম (বেবী)-একজন সৎ, শিক্ষিত, পরিচ্ছন্ন ও  জনপ্রিয় ব্যক্তিত্বের অধিকারীনী। এলাকায় তার জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আসন্ন নির্বাচনে তার জন্য শুভ কামনা রইল।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বুধবার, ২০ আগস্ট, ২০২৫
২৬ সফর, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১৭
সূর্যোদয়ভোর ৫:৩৬
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:২৭
এশা রাত ৭:৪৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD