বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
নারায়গঞ্জের ফতুল্লায় বায়নাকৃত ২৬ শতাংশ জমি রেজিস্ট্রি না করে অবসরপ্রাপ্ত ব্যাংকার কাইয়ুম সিদ্দিকীকে ভয়ভীতি প্রদর্শন করে তার মালিকাধীন পাশের জমিও পানির দরে বিক্রিতে বাধ্য করছে জমির ক্রেতাদ্বয় ।
লিখিত অভিযোগে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভূইগর মৌজায় সিএস খতিয়ান ২০৫, এসএ খতিয়ান … ২৭৪, আর এস খতিয়ান ১০৫, সিএস দাগ- ৮৬৬, এস এ দাগ- ৮৬৬, আর এস দাগ- ৬২২ মোট জমি ৫৩ শতাংশ কাতে ৫২ শতাংশ। উক্ত ৫২ শতাংশ কাতে ২৬ শতাংশ জমি ১,২২, ৩৩০০০ (এক কোটি একুশ লক্ষ তেত্রিশ হাজার) টাকা মূল্যে নগদ ৭০,০০০০০ (সত্তর লক্ষ) টাকা প্রদান করে রেজি: বায়না দলিল (দলিল নং ৬৯০৬) ২৫/০৫/২০১৬ইং তারিখে ফতুল্লা সাব রেজিস্ট্রি অফিসে সম্পাদন করা হয়। দলিলদাতা আবদুল কাইয়ুম সিদ্দিকী পিতা: মরহুম সিদ্দিক আহমেদ। দলিল গ্রহীতা (ক) মনির হোসেন পিতা: বাদশা মিয়া, (খ) মোঃ সফিকুল ইসলাম পিতা: হাজী আহাম্মদ হোসেন। উক্ত রেজি: বায়নাপত্রে অন্যতম শর্ত ছিল। দলিল গ্রহীতাদ্বয় পরবর্তী ৭৫ দিন বা ২ মাস ১৫ দিনের মধ্যে অবশিষ্ট পাওনা টাকা পরিশোধ করিয়া তফসিল বর্ণিত সম্পত্তি রেজিস্ট্রি করিয়া না নেন, তাহলে উক্ত বায়না দলিল বাতিল বলিয়া গণ্য হবে। উক্ত দলিলে উল্লেখিত বায়নাকৃত ২৬ শতাংশ জমি তফসিল বর্ণিত অংশের জমি উঁচু নিচু, গর্ভ, কচুরিপানা, গাছগাছালি এবং বিক্রেতা পক্ষের বাঁশ ও অন্যান্য স্থাপনা যেখানে যে অবস্থায় আছে সেভাবেই ক্রেতা পক্ষ বুঝিয়া নিবেন।
বিক্রেতা পক্ষ আবদুল কাইয়ুম সিদ্দিকী (৭৩) একজন সিনিয়র সিটিজেন, বর্তমানে অনেক অসুস্থ আছেন। ক্রেতাদ্বয় বায়নার উল্লেখিত মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পাওনা টাকা পরিশোধ করিয়া সাফ কবলা রেজিস্ট্রি সম্পাদন করছে না। পক্ষান্তরে বিক্রেতা পক্ষকে হুমকি ধমকিসহ নানা প্রকার জুলুম নির্যাতনের আশ্রয় নিচ্ছে। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন