শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
ফতুল্লায় একটি ডোবা থেকে অজ্ঞাতনামা (৩৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে কে বা কাহারা হত্যা করে লাশটি উক্ত ডোবায় ফেলে যায়। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে ফতুল্লার পিলকুনী মোল্লাবাড়ী মসজিদের সামনের ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে স্থানীয় লোকজন পিলকুনি মোল্লা বাড়ী মসজিদ সংলগ্ন একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখতে পায়। পরে ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে। নিহতের পরনে জিন্স প্যান্ট ও গায়ে নীল রংয়ের ফতুয়া রয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানায়, লাশের গলায় কালো দাগ রয়েছে । বৃহস্পতিবার রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ডোবায় রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত রয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ |
এশা | রাত ৭:৪৪ |
আপনার মতামত কমেন্টস করুন