ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। সমাজের দর্পণ হিসেবে সব সাংবাদিকদের দেশ-জাতির উন্নয়নে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে সরকারের গঠনমূলক সমালোচনা করেন।তবে বর্তমান সরকার দেশব্যাপী স্কুল, কলেজ শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও যোগাযোগ ব্যবস্থাসহ সব অবকাঠামো উন্নয়নের সংবাদগুলো গুরুত্ব দিয়ে প্রচারের আহ্বান জানান। এসময় ফতুল্লা রিপোর্টাস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
২৬ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এই কথা বলেন।
অনুষ্ঠানে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মো.মনির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম শওকত আলী চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার লুৎফর রহমান স্বপন চেয়ারম্যান। ফতুল্লা থানা আওয়ামীলীগের ১নং সদস্য ও ছাত্রলীগ সভাপতি আবু মোঃ শরিফুল হক, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুর, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংবাদিক ফরিদ আহম্মেদ বাধন, ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শাহজাহান ভুইয়া, ফতুল্লা ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য কাজী মাইন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহনূর ইমাম বাবুল।
ফতুল্লা রিপোর্টর্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি মোঃ আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন শুভ, দপ্তর সম্পাদক এম আর জয়, সমাজ কল্যান সম্পাদক ফজুলল হক পলাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, নির্বাহী সদস্য রনজিৎ মোদক, মেহেদী হোসেন, সাংবাদিক আহম্মেদ শরীফ পারভেজ, মেহেদী মনঞ্জুর বকুল, মুন্না, আতা, চেঞ্জ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল ফারুক রিংকু, অর্থ সম্পাদক আল আমিন আলী, সেচ্ছা বিষয়ক সম্পাদক এম এ সাঈদ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা সাব্বির আহম্মেদ তুহিন।
আপনার মতামত কমেন্টস করুন