রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
আড়াইহাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাহাকে (৫০) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছেন র্যাব-১১-এর সদস্যরা।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
বৃহষ্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়। সাহা আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামের আফাজউদ্দিনের ছেলে।
র্যাব-১১ জানায়, ১৯৯৭ সালে একই গ্রামের আসমা নামে এক পিঠা বিক্রেতা নারীকে হত্যার বিষয়ে দায়েরকৃত মামলার আসামি সাহা। তার বিরুদ্ধে এ বছর ১৩ এপ্রিল অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালত, নারায়ণগঞ্জ যাবজ্জীবন সাজা ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেন।
র্যাব আরো জানায়, হত্যাকাণ্ডটি সংঘঠিত হওয়ার পর থেকে পরিবার পরিজন নিয়ে তিনি চট্টগ্রামের একটি এলাকায় আত্মগোপনে বসবাস করে আসছিলেন। বৃহষ্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৯ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৪ |
এশা | রাত ৭:৪২ |
আপনার মতামত কমেন্টস করুন