শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
ফতুল্লায় বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে এক তরুণী (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অজয় মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) মুন্সীগঞ্জের গজারিয়ার তেতৈতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১। অজয় মন্ডল (২৬) ফতুল্লার পাগলা বৈরাগীবাড়ি এলাকার নগেন ওরফে নগেন মন্ডলের ছেলে। বুধবার রাতে র্যাব-১১-এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মামলার বরাত দিয়ে এ কে এম মুনিরুল আলম বলেন, ‘তিন মাস আগে ভুক্তভোগীর তরুণীর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকতেন। মাঝেমধ্যে বান্ধবীর পাগলা বৈরাগীর বাড়িতে বেড়াতে যেতেন। গত ১৩ জুলাই রাতে বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। ১৪ জুলাই রাতে বান্ধবীর বাড়ির পাশের দোকান থেকে খাবার কিনে ফেরার পথে শাওন নামে এক যুবক পথরোধ করে। এ সময় তরুণীর গলায় ছুরি ধরে শাওন পাশের বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করেছিল অজয় মন্ডল ও রনি। পরে তরুণীকে ধর্ষণ করে তারা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। অজয় মন্ডলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন