শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ অপরাধ দমনে মাঠে নেমেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার রাত থেকে অতিঃ পুলিশ সুপার নাজমুল হাসান ও ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হকের নেতৃত্বে বিশেষ অভিযান শুরু করেন।
অভিযানের শুরুতে অপরাধ দমনে ভালো মানুষের সহযোগীতা চেয়েছেন অতিঃপুলিশ সুপার নাজমুল হাসান। তিনি বলেন, এ দেশ,সমাজ আমাদের। ভালো রাখার দায়িত্বটাও আমাদের। আমরা অপরাধ দমনে সমাজের ভালো মানুষগুলোকে আমাদের পাশে চাই, অপরাধ দমনে আমাদের সহযোগীতা করুন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সমাজ থেকে কিশোর অপরাধ, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের ভালো মানুষগুলোকে এগিয়ে আসতে হবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু বলেন, অপরাধীদের সাথে কোন আপেষ নেই, অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধ দমনে ফতুল্লা পুলিশ মাঠে আছে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ওসি(তদন্ত) তারিকুল ইসলাম, ওসি (অপারেশন) মাসুদ রানাসহ থানা পুলিশের একাধিক অফিসার উপস্থিত ছিলেন।
সম্প্রতি ফতুল্লায় কিশোর অপরাধ,মাদক এবং ছিনতাইকারীদের অপ তৎপরতা বৃদ্ধি পেয়েছে। কিশোর অপরাধীদের হাতে ইতোমধ্যে ইসদাইরে এক স্কুল ছাত্র খুন হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ১ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন