মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ফেসবুকে ভূয়া আইডি খুলে যুবকদের সাথে প্রেমের অভিনয় করে অর্থ হাতিয়ে নেয়া নারায়ণগঞ্জের প্রতারক চক্রের নয় সদস্যকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে নগদ অর্থ, কল রেকর্ড, ১২ টি ভূয়া ফেসবুক আইডির স্ক্রিনসট, খেলনা পিস্তল ও একটি মুখোশসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম।
রোববার রাতে সদর উপজেলার ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-অধিনায়ক মো. হাসান শাহরিয়ার।
র্যাব জানায়, নারীর নামে বিভিন্ন ভূয়া আইডির মাধ্যমে যুবকদের প্রেমের ফাঁদে ফেলে দেখা করার কথা বলে তাদেরকে নারায়ণগঞ্জে ডেকে আনা হতো। পরে গোপন স্থানে আটকে রেখে নির্যাতন করে নগদ অর্থ হাতিয়ে নিতো এই চক্রটি। বেশ কয়েকজন ভুক্তভোগির লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযানে নামে র্যাব। পরে তথ্য প্রমাণসংগ্রহ করে চক্রটির নয় সদস্যকে আটক করা হয়। এই চক্রটি গত তিন মাসে অন্তত ২০ জনকে প্রতারিত করে মুক্তিপণ বাবদ তাদের পরিবারের কাছ থেকে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিয়েছে বলে আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিনসহ চক্রটির সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে র্যাব জানিয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন