মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ থেকে চার হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১ সদস্যরা। গতকাল সোমবার রাতে নিতাইগঞ্জের ললুয়াপাড়ায় নিউ আল-আমিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম গাজী বিশ্বাস। তিনি ফরিদপুর মধুখালীর পশ্চিম গারাখোলার বাসিন্দা।
র্যাব-১১ উপপরিচালক (স্কোয়াড্রন লিডার) এ কে এম মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি টিম গাজী বিশ্বাসকে গ্রেপ্তার করে। এ সময় একটি প্লাস্টিকের ব্যাগে তিনটি লোহার তৈরি পাইপের ভেতর স্কচটেপ দিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় মাদকগুলো পাওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে কক্সবাজার থেকে মাদকদ্রব্য এনে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায়
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন