মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
নারীদের নানা নেগেটিভ (নেতিবাচক) কথা শুনেই সামনে এগিয়ে যেতে হয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘নারীরা জন্মগতভাবেই যোদ্ধা। তারা যতবেশি আত্মপ্রত্যয়ী হবে সে ততবেশি এগিয়ে যাবে।’
বুধবার (১ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের দেওভোগ শেখ রাসেল পার্কে আয়োজিত নারী উদ্যোক্তা মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইকর্মাস প্লাটফরম ‘উই’ এ মেলার আয়োজন করে।
মেয়র আইভী বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। দেশের এমন কোনও সেক্টর নেই যেখানে তিনি নারীদের এগিয়ে দিচ্ছে না। ৫-১০ বছর আগেও ই-কর্মাস প্লাটফর্ম আমার চিন্তাও করতে পারতাম না। এ বিশ্বায়নের যুগে স্বনির্ভর হয়ে দেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রীর নিরলস চেষ্টা ও পরিশ্রমের কারণে। তিনি যেভাবে নারী উদ্যোক্তা তৈরি করছেন, সহায়তা করছেন, এতে করে নারীরা আরও বেশি আত্মপ্রত্যয়ী হয়ে উঠছেন।’
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২০ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২২ |
এশা | রাত ৭:৪০ |
আপনার মতামত কমেন্টস করুন