বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
ভালোর সাথে আলোর পথে’এই প্রতিপাদ্যে প্রথম আলো পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জের আয়োজনে আলোচনা সভা,কৃতি ব্যক্তিদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়েছে।
রবিবার(৭ নভেম্বর)বাদ মাগরিব আলী আহমেদ চুনকা পাঠাগারের ৫ম তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম আলো নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল)মোঃ নাজমুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান বলেন,১৯৯৮ সালের ৪ নভেম্বর পূর্ব দিগন্ত হয়েছে প্রথম আলোর। যা কিছু ভালো তার জন্য প্রথম আলো এই শ্লোগান দিয়েই শুরু হয় এই পত্রিকাটি। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই প্রথম আলো পড়েছি।প্রথম আলো শুধু সংবাদ না,প্রথম আলো খেলাধুলা,বিনোদনের সাথে সম্পৃক্ত। এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষার বিষয়ও প্রকাশিত হচ্ছে।
তিনি আরো বলেন,মুক্তিযুদ্ধের ইতিহাস ও সম্প্রীতি নিয়েই প্রথম আলো আলোচনা করেন। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বা এগিয়ে যাবে তার ক্ষেত্রে প্রথম আলো ভূমিকা রেখেছে। এছাড়াও প্রথম আলো ইতিবাচক সাংবাদিকতার সাথে সম্পৃক্ত।আজকে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।
প্রধান অতিথির বক্তব্য শেষে নারায়ণগঞ্জ পুলিশের পক্ষ থেকে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফুলেল শুভে”ছা জানান নাজমুল হাসান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রথম আলোর নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রোমন রেজা,সাবেক সভাপতি হালিম আজাদ,এড.আওলাদ হোসেন,নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিনারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড.এবি সিদ্দিক ,নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর,প্রথম আলো পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ।
আলোচনা শেষে বাংলাদেশ বেতারের ভাষা সৈনিক মঞ্জুশ্রী নিয়োগী দাশগুপ্ত ও বিশিষ্ট লেখক সাহেদ আহমেদ মজনুকে ফুলেল শুভে”ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে কেক কেটে প্রথম আলোর ২৩ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ও বন্ধুসভা নারায়ণগঞ্জ জেলার সভাপতি রাসেল আদিত্যের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জামান, দিমান সাহা জুয়েল,পপি রানী সরকার,তরিকুল সুজন,প্রথম আলো বন্ধুসভার নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি সাব্বির আল ফাহাদ,আফরিন সুলতানা জেমি,বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল উচ্ছাস,সহ-সভাপতি মোঃসোহেল,সাধারণ সম্পাদক মিরাজ রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক মনিকা আক্তার সহ শামীমা রিতা, বেলায়েত,নাইম,লাকী,ওমর ফারুক,ইয়াছিন ইসলাম সাকিব প্রমূখ।
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন