বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ।
রবিবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এসআই তৌহিদুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
আগামী মঙ্গলবার এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।গত ২৫ আগস্ট নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে মামলা করেন এক নারী। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন।
পুলিশ সুপার বলেন, তদন্তে খোরশেদের বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে গত বৃহস্পতিবার আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
এ বিষয়ে কাউন্সিল খোরশেদ বলেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ওই নারীকে ব্যবহার করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই সঙ্গে তার নিজ দল বিএনপি মহানগরের কিছু নেতাও এতে ইন্ধন দিচ্ছেন। মহানগর বিএনপির সভাপতির পদ না যাতে না পাই এবং আগামী নির্বাচনে পরাজিত করতেই এই ষড়যন্ত্র।’
পুলিশ সুপার বলেন, তদন্তে খোরশেদের বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে গত বৃহস্পতিবার আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
এ বিষয়ে কাউন্সিল খোরশেদ বলেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ওই নারীকে ব্যবহার করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই সঙ্গে তার নিজ দল বিএনপি মহানগরের কিছু নেতাও এতে ইন্ধন দিচ্ছেন। মহানগর বিএনপির সভাপতির পদ না যাতে না পাই এবং আগামী নির্বাচনে পরাজিত করতেই এই ষড়যন্ত্র।
’মহামারি করোনা সংক্রমণের পর এই ভাইরাসে মৃতদের লাশ দাফন ও সৎকার করে প্রশংসা কুড়ান কাউন্সিলর খোরশেদ।
সূত্র:বাংলা ট্রিবিউন
Dhaka, Bangladesh বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৮ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২১ |
এশা | রাত ৭:৩৯ |
আপনার মতামত কমেন্টস করুন