বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
জাহাঙ্গীর হোসেনঃ “আমার ভবিষ্যৎ আমার হাতে, আমিই পারি সিদ্ধান্ত নিতে” এই প্রতিপাদ্য সামনে রেখে স্থানীয় জনপ্রতিধি, বিভিন্ন সেবা প্রদানকারি সংস্থা অন্যন্য স্টেকহোল্ডারদের অংশগ্রহণে অভিবাসী কর্মী উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয় অডিটোরিয়াম হলরুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা’র সভাপতিত্বে মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন আহমেদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ওকাপ ঢাকা’র চেয়ারম্যান শাকিরুল ইসলাম। ওকাপ ঢাকা’র ট্রেইনার মৌমিতা গোস্বামী এর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, অনিক বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, আতিকুর রহমান ভূঁইয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায় প্রমূখ।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) বিদেশ ফেরত কর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ওকাপ ২০০৪ সাল থেকে অভিবাসি কর্মীদের অধিকার সুরক্ষায় কাজ করছে অভিবাসী কর্মীদের সার্বিক মর্যাদা রক্ষায় ওকাপ সবসময় সোচ্চার। এজন্য সংস্থাটি বাংলাদেশের অভিবাসীপ্রবণ জেলাগুলোতে বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে ও সহযোগী সংস্থার তত্ত্বাবধানে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
ওকাপ’র প্রধান লক্ষ্য হচ্ছে সম্ভাব্য অভিবাসী কর্মী ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং দেশে ও বিদেশে অভিবাসী কর্মীদের অধিকার নিশ্চিত করা। ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের এয়ারপোর্ট পিক-আপ, সেল্টার হোম সেবা, মানসিক কাউন্সিলিং, স্বাস্থ্য সেবা, আইনি সহযোগিতা, সামাজিক পুনর্বাসন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য ওকাপ কাজ করে যাচ্ছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৫ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২১ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১২:০০ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:২০ |
এশা | রাত ৭:৩৮ |
আপনার মতামত কমেন্টস করুন