শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবুল কালাম আজাদ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমারগো  আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। -ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটু যুবদল নেতা টিপুর দিকনির্দেশনা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া আ’লীগ দোসরদের সংঘবদ্ধ হামলায় আহত ৪, আতঙ্কে এলাকাবাসী ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মিঠুর নেতৃত্বে একটি বিশাল মিছিল ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না : মামুন মাহমুদ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ ফতুল্লা সস্তাপুরে কাস্টমস কর্মকর্তা মারফের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঝাড়ু মিছিল নারায়ণগঞ্জে শ্রমিকদের নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ

লকডাউনে “ মরার উপর খরা ঘা ” কিস্তি আদায় করতে এনজিও’দের চাপ প্রয়োগ

নিউজটি শেয়ার করুন:

 

দেশে চলমান করোনাভাইরাসে মহামারিতে নারায়ণগঞ্জ জেলায় ক্রমশ হারে করোনায় সংক্রামণের সংখ্যা বেড়ে যাচ্ছে তবু কঠোর লকডাউনেও জেলার বিভিন্ন এলাকায় থেমে নেই এনজিও কর্মীদের কিস্তির টাকার জন্য চাপ।

বর্তমান দেশে করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশে ২ সপ্তাহের কঠোর লকডাউন বিদ্যমান রয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়নে দেশের সকল সরকারি বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান,মার্কেট অফিস আদালত,গণপরিবহন সহ সব কিছু বন্ধ রয়েছে। কিন্তু বন্ধ নেই কেবল স্বাবলম্বী হবার জন্য গরীব মানুষদের ঋণ প্রদানকারী এনজিওগুলো। যেনো পেটে লাথি দিয়েই আদায় করছে কিস্তির টাকা। কেউ দিতে অপরাগত প্রকাশ করলেই দেখানো হচ্ছে মামলা হামলার ভয়।

এলাকা গুলোতে ব্র‍্যাক,আশা,শক্তি,পল্লী মঙ্গল,সিএসই,ব্যুরো বাংলাদেশ সহ বিভিন্ন এনজিও থেকে সাপ্তাহিক ও মাসিক কিস্তি অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ঋণ নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালাচ্ছে। এছাড়া অনেকে আবার ঋণ নিয়ে ইজিবাইক, থ্রি-হুইলার, ভ্যানসহ বিভিন্ন যানবাহন কিনে তা চালিয়ে আয় করেন এবং ঋণের কিস্তি দেন। আবার অধিকাংশ এনজিও বিবাহিত নারীদের সমিতির মাধ্যমে ঋণ দিয়ে থাকে।

কিন্তু দেশে করোনার সংক্রামণ বৃদ্ধিতে কঠোর লকডাউন দেওয়ায় কাজকর্ম বন্ধ হয়ে গেছে।সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান,অফিস আদালত বন্ধ হলেও এখন এনজিও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কিস্তির জন্য ধরনা দিচ্ছেন, চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ ঋণগ্রহীতাদের।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা,নারায়ণগঞ্জসদর,সিদ্বিরগঞ্জ,বন্দর,নারায়ণগঞ্জ,সোনারগাঁ, রুপগঞ্জ,আড়াইহাজার প্রতিটি থানার বিভিন্ন গ্রামের ঋণগ্রহীতারা অভিযোগ করে বলেন,এ সময়ে আমাদের খাবার যোগাড় করা কঠিন। তারপর এনজিও কর্মীরা মামলা-হামলার ভয় দেখিয়ে কিস্তি আদায় করছেন।’

ফতুল্লার লামাপাড়ার আবুল হোসেন বলেন, ‘আশা থেকে লোন নিয়ে একটি অটো কিনেছিলাম। কিন্তু দেশে এখন কঠোর লকডাউন চলছে এ অবস্থায় রাস্তায় গাড়ীলেই পুলিশের মাইর ও মামলা খেতে হচ্ছে। কিন্তু ওই এনজিও কর্মীরা এসে ঋণের টাকার জন্য চাপ দিচ্ছেন এবং হুমকি দিচ্ছেন টাকা না দিলে অটো নিয়ে যাবেন।’

নারায়ণগঞ্জ সদরের মকবুল মিয়া জানান,গত বছর করোনার আগে শক্তি থেকে ঋণ নিয়ে কাপড়ের দোকানে মাল তুলেছিলাম কিন্তু লকডাউনের কারনে নিজেদের পেটের খাবারই জোগাড় করতে পারছি না সেখানে কিস্তির টাকার জন্য এসে চাপ দেওয়া হচ্ছে।

জামতলার হুনফা বেগম জানায়,পল্লী মঙ্গল থেকে টাকা নিয়ে জামাইরে ব্যবসা করতে দিছিলাম। গত বছর করোনার কারনে খাইলো ধরা। এহন নিজে খাইতে ভাত পাই কিন্তু কিস্তির টাকা নিতে আইসা দাঁড়াইয়া থাকে। গলার উপর পারা দিয়া কিস্তির টাকা আদায় করছে। টাকা না দিলে মামলা করার ভয় দেখায়।

কাইয়েমপুরের হাজী আমান মিয়া জানায়,সিএসই থেকে টাকা নিয়ে ছেলেরে ছোট একটা বইয়ের দোকানের ব্যবসা দিয়ে দিছিলাম কিন্তু লকডাউনে দোকান বন্ধ। সব কিছু বন্ধ হলেও কিস্তি আদায় বন্ধ হয় না। প্রতি সপ্তাহে বাড়িতে কিস্তির টাকা আদায় করতে যথা সময়ে এসে দাঁয় থাকে কিস্তির লোকেরা।

নাম প্রকাশ না করার সত্ত্বে একটি এনজিও প্রতিষ্ঠানের ঋণ আদায়কারী কর্মচারী বলেন, ‘আমরা চাকরি করি। প্রতিষ্ঠান থেকে আমাদের নির্দেশ দেয়া হয়েছে টাকা আদায়ে। ঠিকমত কিস্তির টাকা আদায় করে অফিসে জমা দিতে না পারলে বেতন বন্ধ। এমনকি চাকরি হারাতে হবে।’

অন্যদিকে একই অবস্থা দেখা যায় সিদ্বিরগঞ্জ, বন্দর,সোনারগাঁ,রুপগঞ্জ ও আড়াইহাজারে কিস্তির জন্য গ্রাহকদের মাঝে চাপ সৃষ্টি করছে এনজিও এর লোকেরা।

গ্রাহকরা এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন,নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
২৯ সফর, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১৮
সূর্যোদয়ভোর ৫:৩৭
যোহরদুপুর ১২:০১
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৬:২৫
এশা রাত ৭:৪৩

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD