শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে মারা যাওয়া সণাতন ধর্মবলম্বীদের মরদেহ জীবনের ঝুঁকি নিয়ে সৎকার করা ‘ওরা ১১ জন’ কমিটির টিম লিডার করোনাবীর রিপন ভাওয়ালকে তার বীরত্বের প্রতি সম্মান জানিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নিতাইগঞ্জ এলাকার শ্রী শ্রী বলদেব জিউড় আখড়া ও শিব মন্দির প্রাঙ্গনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৪৬তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। আলোচনা সভার শুরুতে অনুষ্ঠানের সঞ্চালনা করা জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শংকর সাহা আমন্ত্রিত অতিথিদের পরিচয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকা রিপন ভাওয়ালের অবদানের কথা উল্লেখ করলে জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন রিপন ভাওয়ালকে করোনাবীর উল্লেখ করে রিপন ভাওয়ালকে কৃতজ্ঞতাস্বরুপ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শ্রীকৃষ্ণের দেখানো পথে চলার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, নতুন প্রজন্মের যারা রয়েছে সবাই শ্রীকৃষ্ণকে অনুসরণ করতে হবে। তার প্রতিটি কথা আমাদের নিজেদের প্রত্যাহিক জীবনে কাজে লাগাতে হবে। যদি কাজে লাগাতে পারি তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। আমাদের মধ্যে যত অনাচার-পাপাচার রয়েছে সব সরিয়ে দিতে হবে। পৃথিবী থেকে এই অনাচার পাপাচার দূর করতেই বার বার তিনি এই পৃথিবীতে এসেছেন। যাতে আমরা শান্তিতে এই পৃথিবীতে থাকতে পারি। নারায়ণগঞ্জ জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি রাজেন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রদীপ দাস, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শ্মসান কমিটির সাধারন সম্পাদক সুজন দাস, নতুন পালপাড়া পূজা কমিটির সাধারন সম্পাদক রিপন ভাওয়াল, নিতাইগঞ্জ বলদেব মন্দির কমিটির সভাপতি জয়কে রায় চৌধূরী, মন্দিরের পুরোহিত কঙ্কজ চক্রবর্তী প্রমুখ
Dhaka, Bangladesh শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৬ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৯ |
এশা | রাত ৭:৩৭ |
আপনার মতামত কমেন্টস করুন