বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : নতুন বছরের প্রথম দিনে সারাদেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে পাঠ্যপুস্তক উৎসব। ক্ষুদে শিক্ষার্থীরা নতুন ক্লাসের নতুন পাঠ্যবই পেয়ে উল্লাসে মেতেছে। সারাদেশের ন্যায় নতুন বই পেয়ে স্কুল ড্রেস পরে নারায়ণগঞ্জ সদর উপজেলার পিলকুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাস করছে।
(১ জানুয়ারি ২০২০) বুধবার সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে পিলকুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত হন। এসময় বই বিতরন করেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ¦ মোবারক হোসেন।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। এর ফলে প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। আমরা সকল শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের জন্য আনন্দপূর্ণ করে তুলছি। ২০৪১ সালে আমাদের এসব শিশুরা সোনার বাংলা গড়ে তুলবে।
তিনি বলেন, আমাদের দেশের এ বিশাল জনগোষ্ঠিকে বিজ্ঞানভিত্তিক ও কর্মমূখী শিক্ষায় শিক্ষিত করতে হবে। নতুন বছরের শুরুতে নতুন নিয়ে মনোযোগ দিয়ে পড়ালেখা করে আদর্শ মানুষ হতে হবে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দাপা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ¦ আবুল কাশেম, পিলকুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, হাফিজুর রহমান, সাইদুর রহমান, আলাউদ্দিন, মোঃ মজিবুর রহমান, নাজমুল হক, জয়নাল আবেদীন, জহির উদ্দিন মিন্টু, ইব্রাহিম, আবু তাহের প্রমুখ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, বছরের প্রথম দিন সারাদেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া হয়। আজকে তোমরা যারা নতুন বই নিচ্ছো, তোমরাই আমাদের ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়ন করবে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন