শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম :
নারায়নগঞ্জ জেলায় নবান্ন উৎসব পালিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির নানা আয়োজনে।
শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪ টায় নারায়নগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
নবান্ন উৎসবটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন,বর্তমান সরকার বাঙালীদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে বিভিন্ন উদ্যোগে। কারন আমরা বাঙালী জাতিরা নিজেদের বাঙালী জাতিকে ভূলে যেতে বসেছি। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখন ঘরে ঘরে আমরা বাংলাদেশের টেলিভেশন না দেখে ইস্টার জলসা সহ ভারতের বিভিন্ন চ্যানেল দেখি। বাংলাদের কালচার না দেখে বিদেশী কালচারদেখে সে বিদেশী কালচারে পরিণত হচ্ছি। আমরা চেষ্টা করবো আমাদের বাপ-দাদাদের ঐতিহ্যকে ধরে রাখার। বাঙালী ঐতিহ্যকে ধরে রাখার। মনে রাখবেন বাঙালী জাতির এই ঐতিহ্য ধরে রাখার জন্য জননেত্রী শেখ হাসিনা আজকে এই নবান্ন অনুষ্ঠানেরও আয়োজন করেছেনন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ বলেন,আজকের আয়োজন ছোট হতে পারে কিন্তু এ নবান্ন উৎসব কে ছোট মনে করবেন না কারন ১৮৯৮ সালে সর্বপ্রথম ঢাকায় এ উৎসব পালন করা হয়। তারপর থেকে নারায়ণগঞ্জেও ছোট করে হলেও এ নবান্ন উৎসব পালন হয়ে আসছে। তাই আমি সবাইকে অনুরোধ করবো এ নবান্ন উৎসব যেনো মরে না যায়। এটাকে বাচিঁয়ে রাখেতে হবে। এটা একটি অসম্প্রদায় অনুষ্ঠান। এটা ধর্ম, বর্ণ, গোত্র, বংশ সব মিলিয়ে আমাদের অনুষ্টান। এটাকে ধরে রাখতে হবে।
Dhaka, Bangladesh শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ |
এশা | রাত ৭:৪৪ |
আপনার মতামত কমেন্টস করুন