শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম :
বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর ) সরিষা ফসল উৎপাদন লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ উপজেলা পরিষদ অডিটরিয়াম রুম,নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ হতে বিতরণ করা হয়।
কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব কাজী হাবীবুর রহমান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ এর জনাব নাহিদা বারিক। এছাড়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস ও কুতুবুপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষিবিদ জনাব মোঃ আব্দুল গফ্ফার, উপজেলা কৃষি অফিসার, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ।
উপজেলা কৃষি অফিসার বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় মোট ৫০ টি সরিষা প্রদর্শনী প্রণোদনা পাওয়া গেছে যেখানে প্রতিটি সরিষা চাষী ১ বিঘা জমির জন্য ১ কেজি বীজ ও ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবে।
তিনি আরও বলেন,কৃষিপন্যের বহুমূখীকরন ও খাদ্যে পুষ্টি নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য। এজন্য কৃষির নতুন নতুন প্রযুক্তির সাথে চাষীদের পরিচিত হওয়ার পাশাপাশি সঠিক সময়ে বীজ বপন করে সরিষা উৎপাদন করে পুষ্টিমান অব্যাহত রাখতে বলেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহিদা বারিক বলেন, প্রণোদনা কর্মসূচী সরকারের একটি ফলপ্রসূ ও যুগান্তকারী পদক্ষেপ। তিনি বলেন, সরকার দেশের ৬৪ টি জেলায় ৭ লাখ কৃষককে ৮১ কোটি টাকার প্রণোদনা কর্মসূচী হাতে নিয়েছে রবি মৌসুমকে লক্ষ্য করে। এছাড়া তিনি কৃষকদের সকল সমস্যা সমাধানে প্রত্যক্ষ সহযোগিতার কথাও বলেন।
উপজেলা চেয়ারম্যান জনাব এডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কৃষক ভাইদের সরিষা বীজ সংরক্ষণের উপর গুরুত্ব দেন।
কুতুবুপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, কৃষকদের সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস দেন।
কৃষকদের পক্ষ থেকে বক্তাবলী ইউনিয়ন এর চাষী হাজী আসমত মোল্লা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি কৃষিবিদ জনাব কাজী হাবীবুর রহমান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ বলেন, মোট ৯ টি ফসলকে কৃষি প্রণোদনার কার্যক্রমের অন্তর্ভূক্ত করা হয়েছে। মূলত এই ৯ টি ফসলের আবাদের এলাকা বৃদ্ধি, হেক্টর প্রতি ফলন বৃদ্ধি, সার্বিকভাবে দানাশস্য এবং ডাল, তেল, ও মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক ভাবে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠা এই প্রণোদনার উদ্দেশ্য। প্রধান অতিথি আরো বলেন, প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রাপ্ত সরিষা স্থাপন থেকে আরম্ভ করে ফসল কর্তন ও বীজ সংরক্ষণ পর্যন্ত উপজেলা কৃষি অফিসে বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও উর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শনপূর্বক কৃষকদের হাতে কলমে পরামর্শ প্রদান করবেন ও যথাযথ মনিটরিং ব্যবস্থা অব্যাহত থাকবেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ |
এশা | রাত ৭:৪৪ |
আপনার মতামত কমেন্টস করুন