বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আবুল কালাম আজাদ। বুধবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা (জুলাই ২০২৫) অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। সভা শেষে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মনোনীত এএসআই মোঃ আবুল কালাম আজাদের হাতে সম্মাননা তুলে দেন পুলিশ সুপার।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় এএসআই মোঃ আবুল কালাম আজাদ বলেন, “এটি একটি অনুপ্রেরণা। যেকোনো পুরস্কার কাজে উদ্দীপনা তৈরি করে। এই প্রাপ্তির পেছনে জেলা পুলিশ সুপারসহ থানার সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা রয়েছে।”
তিনি আরও জানান, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি ওয়ারেন্ট তামিলের কাজ করে যাচ্ছেন। এ অর্জন তাকে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে উৎসাহিত করবে বলে মন্তব্য করেন তিনি।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন