সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
বিশেষ সংবাদদাতা : টনি ডোম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাসদাইর মহাশশ্মানে যে দু’জন লাশ দাহ করার ডোম রয়েছে তার মধ্যে অন্যতম একজন বীর পুরুষ ও মানবতার আস্থার একটি নাম। প্রানঘাতী মহামারী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী বিভিন্ন মৃত্যুর যে মিছিল বইছে আর সেই মিছিলে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন ধর্মের মানুষ মৃত্যুবরন করছে। বাংলাদেশেও এ পর্যন্ত দুইশত লোকের অধিক মৃত্যুভরন খলেছে এ ভাইরাসে। দেশের ডেঞ্জার জোন হিসেবে ইতিমধ্যে নারায়ণগঞ্জ এর নাম এসেছে অনেক আগেই।
সোমবার (১১ মে) পর্যন্ত বিভিন্ন ধর্মের ৫৩জন মৃত্যুবরন করেছে নারায়ণগঞ্জে। আর শহরের বিভিন্নস্থানে হিন্দু ধর্মের যারা করোনায় ও স্বাভাবিকভাবে মৃত্যুবরন করেছে মাসদাইর মহাশশ্মানে তাদেরকে দাহ করেছেন টনি ডোম ও তার ভগ্নিপতি।
একান্ত আলাপকালে টনি সনাতন এ প্রতিবেদকের সাথে বলেন, করোনা ভাইরাসের প্রার্দুভাবের পর এ পর্যন্ত অত্র মহা শশ্মানে ৯৩টি লাশ দাহ করা হয়েছে। যার ৯৫ভাগ লাশ দাহ হয়েছে আমার হাতে।
টনি বলেন, করোনায় আক্রান্ত বা স্বাভাবিক মৃত্যুতেও এ শশ্মানে যে লাশগুলো এসেছিলো তার সাথে কোন অভিভাবক আসেন নি। যদিও যারা এসেছিলেন তারা শুধুমাত্র সিটি কর্পোরেশনের রেজিষ্ট্রি খাতায় নাম লিপিবদ্ধ করে দ্রুত শশ্মান ত্যাগ করেছেন। রেখে যাওয়া লাশটি এভাবে পড়ে থাকবে তাই জীবন বাজি রেখে আমি এবং আমার ভগ্নিপতি দু’জন মিলেই সে লাশটির দাহ সম্পন্ন করেছি।
টনি আরো বলেন, যে মৃত দেহটি এখানে দাহ করার জন্য নিয়ে আসা হয় সেটা স্বাভাবিক মৃত্যু, নাকি করোনায় আক্রান্ত সেটা কখনও আমলে নেইনি। নিজের দ্বায়িত্ববোধ থেকেই আসি সৎকারের কাজগুলো করে গেছি। করোনার লাশের সংস্পর্শে আপনি নিজেও তো করোনায় আক্রান্ত হতে পারতেন এমন প্রশ্নের জবাবে টনি বলেন, আক্রান্ত হতে পারতাম কিন্তু সেটা মাথায় নেইনি বরং সাহসিকতার সাথেই আমি লাশগুলো দাহ করেছি।
আপনার পরিবারের কেউ আপনাকে বারণ করেনি এমন প্রশ্নের জবাবে টনি বলেন, প্রায় মাসখানেক পুর্বে একটি করোনায় মৃতের দাহ করতে গিয়ে ভয় পেয়েছিলাম আমার পরিবার-পরিজনের কথা চিন্তা করে এবং সে লাশটি দাহ করার পর আমার স্ত্রী-সন্তানরাও আমাকে গালমন্দ করেছে আমি যেন এ সময়ে এগুলো না করি। কিন্তু কি করবো স্যার বলুন, আমিতো এখানকার কর্মচারী। আমাকে তো করতেই হবে। তাছাড়া আমাদের হিন্দু সম্প্রদায়ের মুখ রক্ষার জন্য আমাকে তা করতে হয়েছে।
আপনি তো আমাদের নারায়ণগঞ্জের জন্য বীরপুরুষ নিজের জীবনবাজি রেখে পরিবার-পরিজনের চিন্তা না করে এমন মহৎ কাজ করছেন এমন প্রশ্নের জবাবে টনি বলেন, স্যার আমি বীর পুরুষ হতে চাইনা আমি চাই সাধারন মানুষের অন্তরে অনন্তকাল বেঁচে থাকতে। এনসিসি ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, এনায়েতনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার রোজিনা আক্তার রোজি ও কাশিপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড পঞ্চায়েতের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল প্রধান এরাও তো করোনায় আক্রান্তদের গোসল করাচ্ছে এবং দাফন করাচ্ছেন এদেরকে আপনি কি বলবেন এমন প্রশ্নের জবাবে টনি সনাতন বলেন, “মানুষ মানুষের জন্য” এরা তার বাস্তব প্রমান। আমি তাদের এ সাহসিকতার জন্য স্যালুট জানাই আমার অন্তর থেকে।
স্থানীয় প্রশাসন ও আপনার ধর্মেও মানুষের কাছ থেকে কতটুকু সহযোগিতা পাচ্ছেন এমন জবাবে টনি বলেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞ কারণ তারা আমাকে ব্যাপক সাহস যোগাচ্ছে। করোনা পরিস্থিতি কবে নাগাদ শেষ হবে তা কেউ বলতে পারছেনা আপনি কি ততদিন পর্যন্ত লাশ দাহ করে যাবেন জবাবে টনি বলেন, আপনাদের দোয়া ও সাহস আমাকে মৃত্যুর আগ পর্যন্তই এ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাসদাইর মহা শশ্মানে লাশ দাহ করতে দেখবেন।
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন