শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ৫৯২ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৩।
বুধবার (২৯ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানাধীন গলাচিপা আল্লামা ইকবাল রোডস্থ ফিরোজ এন্ড সাত্তার মঞ্জিলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার সহ ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
ধৃতের নাম মোঃ সাঈদ বিজয় ভূইয়া (৩০)। সে ওই ভবনের বাসিন্দা।
র্যাব-৩ এর সহকারী পরিচালক বীণা রানী দাস পিপিএম (বার) আর জানান, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য নারায়নগঞ্জ শহরের গলাচিপা আল্লামা ইকবাল রোড এলাকায় ফিরোজ এন্ড সাত্তার মঞ্জিলে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয় করে আসছে। এমন সংবাদের সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুন) বিকালে সেখানে অভিযান চালিয়ে ধৃতে দেহ ও ঘরে থাকা কাঠের আলমিরাতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা সাঈদ স্বীকার করেছে, সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন