শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : সড়কে কোন চাঁদাবাজ থাকবে না বলে কড়া হুশিয়ারী দিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক- সার্কেল) মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী। সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ফতুল্লা মডেল থানায় অনুষ্ঠিত ইজিবাইক ও সিএনজির মালিক এবং চালকদের সাথে সচেতনতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুশিয়ারী দেন। তিনি বলেন, ‘পুলিশ চাঁদাবাজির বিরুদ্ধে। সড়কে কোন চাঁদাবাজ ও নৈরাজ্য থাকবে না। কেউ চাঁদা চাইলে আপনারা তাৎক্ষনিক ভাবে আমাকে অথবা ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেনকে ফোন করবেন। আমরা তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা নেব।’ এসময় উপস্থিত চালক ও মালিকদের ফোন নম্বর প্রদান করেন পুলিশের এই কর্মকর্তা। একই সাথে চালক ও মালিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন তিনি। এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ‘আমাদের মাননীয় ডিআইজি ও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আপনাদের ডাকা হয়েছে। যেন এই জেলার আইন শৃঙ্খলা ভালো থাকে।’ মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা চালকের ছবিসহ জাতীয় পরিচয়পত্র রাখবেন। আপনাদের মূল্যবান গাড়ি কোন অদক্ষ চালকের হাতে দেবেন না। গাড়ির সকল আপডেট কাগজপত্র থাকতে হবে। আগামী ১-২ মাসের মধ্যে আমরা প্রতিটি গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই শুরু করবো। কাগজপত্র না থাকলে বা মেয়াদ শেষ হয়ে গেলে আমরা আইন অনুসারে ব্যবস্থা নেব। তাই কারো গাড়ির যদি কাগজপত্র সঠিক না থাকে, তাহলে দ্রুত সময়ের মধ্যে তা ঠিক করে নিন।’ চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, ট্রাফিক আইন মেনে চলাচল করবেন। যাত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন। গাড়িতে সিগারেট খাবেন না। চলাচলরত অবস্থায় মোবাইলে কথা বলা যাবে না। কানে ইয়ার ফোন রাখবেন না। যাত্রীদের দেয়া কিছু খাবেন না। সাথে পরিচয়পত্র রাখবেন। চালকরা নির্ধারিত পোষাক পড়বেন, যেন আপনাকে চালক হিসেবে সনাক্ত করা যায়। আর অবশ্যই প্রত্যেকের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তা না হলে ১/২ মাসের মধ্যে যাদের লাইসেন্স থাকবে না, তাদেরকে গাড়ি চালাতে দেয়া হবে না। ব্যাটারী চালিত ইজিবাইক চালকদেরও লাইসেন্স থাকতে হবে। তারা মোটর বাইক বা থ্রি হুইলারের লাইসেন্স নেবে।’ তিনি আরো বলেন, ‘চালকদের মধ্যে কেউ মাদক সেবন করে থাকলে আমাদেরকে জানাবেন। আমরা ব্যবস্থা নেব। মাদক খেয়ে গাড়ি চালানো যাবে না।’ এসময় ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) শাহাদাৎ, ইন্সপেক্টর (অপারেশন) তরিকুল, ইন্সপেক্টর (আইসিপি) আজগর আলীসহ থানার পুলিশ সদস্য ও গাড়ির মালিক ও চালকগণ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন