রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
ফতুল্লার কাশিপুর এলাকার রিকশাচালক আব্দুল কুদ্দুস ওরফে বুদ্দুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. শিমুল নাটোরের সিংড়া থানার মাঠগ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে। তিনি ফতুল্লা থানার কাশিপুর হোসনি নগরের বাবুল মিয়ার ভাড়াটিয়া ছিলেন।
বুধবার দুপুরে শিমুলকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন জানান, চলতি বছরের ২ জানুয়ারি শিমুল কাশিপুর হোসনি নগরের ইউসুফের রিকশার গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন। নিহত আব্দুল কুদ্দুস ওরফে বুদ্দু একই গ্যারেজের রিকশাচালক ছিলেন। ঘটনার দিন বিকেলে বুদ্দুর সঙ্গে শিমুলের কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে শিমুল তার হাতে থাকা হাতুড়ি দিয়ে বুদ্দুকে একাধিকবার আঘাত করে।
তিনি আরো জানান, বুদ্দুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরদিন সকালে সেখানেই বুদ্দু মারা যান। ঐ ঘটনায় নিহতের স্ত্রী মোহেলা খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন। শিমুল ঘটনার পর পরই আত্মগোপনে চলে যান। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে সাভার থেকে গ্রেফতার করা হয়
Dhaka, Bangladesh রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৯ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৪ |
এশা | রাত ৭:৪২ |
আপনার মতামত কমেন্টস করুন