বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিতে হঠাৎ ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। বেশকিছু দিন পর বিদেশ থেকে দেশে ফিরেন কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু। আর সেই সুবাদে বর্তমনে কুতুবপুরে রাজনীতিতে একে অপরের সাথে সু-সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। আর সেই রাজনৈতিক নেতাদের সু-সম্পর্কের মাধ্যমে কুতুবপুরে প্রতিহিংসার রাজনীতি চিরতরে বিদায় হবে, এমনটাই মনে করছেন দলের নেতাকর্মীরা। প্রতিহিংসার রাজনীতি নয়, মানুষের কল্যাণের রাজনীতির ওপর গুরুত্ব আরোপ করেছেন কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু। তিনি বলেন, ‘রাজনীতি মানুষের কল্যাণের জন্য। যেখানে রাজনীতির নামে মানুষ হত্যা করা হবে, প্রতিহিংসা করা হবে, এ ধরনের পুলিশ- মানুষ মারার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না’। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুন্সীর নিজেস্ব কার্যালয়ে এক প্রীতিভোজের আয়োজনে এ কথা বলেন। মীর হোসেন মীরু আরো বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য উন্নয়নের রূপকার, জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি আরো বলেন ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া এই দেশ। এই দেশটাকে আমরা ওইভাবে এগিয়ে নিতে চাই, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘আমি প্রতিটা গরিব মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আর ওই হাসি ফোটানোর কাজটাই আমরা করছি।’
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন