শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
নারায়ণগঞ্জের চাষাড়ায় মাদক বিক্রির আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
নিহতের নাম রুবেল (৩০)। সে শহরের দক্ষিন জামতলা ধোপাপট্টি এলাকার মোর্শেদার বাড়ির ভাড়াটিয়া।
আহত তিনজনের মধ্যে জুয়েল (৩২) ও সোহাগ (১৮) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোহাগের অবস্থা আশংকাজনক। অপর আহত হাফিজুলকে (১৮) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
সোমবার (২৮ জুন) রাত ১০ টার দিকে নগরীর চাষাড়া রেল স্টেশন প্লাটফর্মের পাশে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফতুল্লার ইসদাইর বুড়ি দোকান এলাকার একটি মাদক বিক্রেতা গ্রুপ ও রেলস্টেশন এলাকার অপর একটি গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার রাত ১০ টার দিকে ধারালো অস্ত্র ও লাঠিশোটা নিয়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় ধারালো অস্ত্রের আঘাতে ৪জন আহত হয়। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, মাদক নয়। জয়যাত্রা ক্লাবে বসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
জয়যাত্রা ক্লাবের আধিপত্য বিস্তারের জন্য বেশ কিছুদিন ধরে দু’গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৬ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ |
যোহর | দুপুর ১১:৫৯ |
আছর | বিকাল ৩:২৭ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৯ |
এশা | রাত ৭:৩৭ |
আপনার মতামত কমেন্টস করুন