শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় অভিযান চালিয়ে সমাজসেবার নামে প্রতারণার অভিযোগে সাইদুজ্জামান নূর রাকিব নামে এক ভুয়া মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে আটক করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করার পর তার দুইটি প্রতিষ্ঠানের অফিস সিলগালা করা হয়।
জানা যায়, আসামির বিরুদ্ধে দারিদ্র্য বিমোচন ও সমাজসেবার নামে বিপুল অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী জানান, সম্প্রতি তার বিরুদ্ধে নানা ধরনের প্রতারণার অভিযোগ পেয়ে, বৃহস্পতিবার সন্ধ্যায় তার ফ্ল্যাট বাসা ও অফিসে তল্লাশি চালায় র্যাব। এ সময় শতাধিক ব্যক্তির সাথে প্রতারণার নথিপত্র, ভুয়া চেক, একটি অত্যাধুনিক খেলনা পিস্তল, দুই রাউন্ড গুলিসহ ধারালো অস্ত্র জব্দ করা হয়।
প্রতারণার শিকার ভুক্তভোগীরা জানান, দুই লাখ টাকার বিনিময়ে এক কোটি টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে, চল্লিশজনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক রাকিব।
আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে এমন প্রতারণা চলছে, বিষয়টি আঁচ করতে পারেননি বাড়ির মালিক ও প্রতিবেশীরা।
প্রতারণার মাধ্যমে এ পর্যন্ত কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকারও করেছে আটককৃত রাকিব। তবে র্যাব বলছে, তার প্রতারণার শিকার শতাধিক ব্যক্তির বায়োডাটা ও তথ্য প্রমাণ পাওয়া গেছে। অর্থ আত্মসাতের পরিমাণ আরও কয়েক গুণ বেশি হতে পারে।
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন