বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম :জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, বর্তমান সরকারের আমলে প্রতিটি স্তরে মারাত্বক উন্নয়ন হয়েছে। বিদ্যুৎ ও রাস্তাঘাটের ব্যপক উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু হচ্ছে। কারা মাদক ব্যবসা করে,হোন্ডা দিয়ে ঘুরে বেড়ায়, ইভটিজিং করে তাদের তালিকা দিন ব্যবস্থা নিব। হাওর অঞ্চলে উন্নয়ন হচ্ছে। সেলিম ওসমান নিজের টাকায় অনেক উন্নয়ন করেছেন। কারা স্কুল গামী ছাত্রদের হাতে ইয়াবা তুলে দিচ্ছে। সন্তানদের ভাল ভাবে গড়ে তুলতে পারলে ভাল সন্তান বাবা মাকে সেবা দিবে।
মাদক বিক্রেতা, ভুমিদস্যু,চাঁদাবাজ,জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ার উচ্চারণ করে বলেন, তারা যেন জামিন না পায় একের পর এক মামলা দিয়ে জেলের ভিতর রাখবো। তারা যে দলের হোক কোন ছাড় নেই।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুড়েঁরপাড় শেখ রাসেল আর্দশ উচ্চ বিদ্যালয়ে ওপেন হাউজডে তে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, মেহেদী ইমরান সিদ্দিকী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতি প্রমুখ। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোস্তফার পরিচালনায় উপস্থিত ছিলেন, আলীরটেক মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা আতাউল হক সরকার, কুড়েঁরপাড় শেখ রাসেল আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক আলী আকবর, ম্যানেজিং কমিটির কো অপ্ট সদস্য তোফাজ্জল হোসেন, আজীবন দাতা সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান, উপদেষ্টা মোঃ মাসুম মিয়া,সদর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, ইউপি মেম্বার রওশন আলী,শফিকুল ইসলাম শাহীন,দিদার সুলতান,সাবেক মেম্বার শুক্কুর আলী, হাজ্বী এবায়েদ উল্লাহ,বাবুল কন্ট্রাক্টর সাইদুর রহমান প্রমুখ।
বিশেষ অতিথি মতিউর রহমান মতি বলেন,আলীরটেকে কোন সন্ত্রাস, চাদাঁবাজ নাই।তাদের স্থান আলীরটেকে হবেনা।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন