বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
দিনকে দিন অতিমাত্রায় বেপোরোয়া হয়ে উঠেছে ফতুল্লার দাপা-শিয়াচর এলাকার মূর্তিমান আতংক কামরুল ওরফে পিচ্চি কামরুল। ছিনতাই, অপরহণ ও হত্যা সহ একাধিক মামলার আসামী পিচ্চি কামরুল।
ছিনতাই, চাঁদাবাজি ও মুক্তিপণ আদায় সহ নামা সন্ত্রাসী কর্মকান্ডের জন্ম দিয়ে স্থানীয় বাসীর নিকট মূর্তিমান আতংক হয়ে উঠলে ও কামরুল ওরফে পিচ্চি কামরুল কে গ্রেফতারে প্রশাসনের নেই কোন মাথা ব্যাথা।
স্থানীয়বাসীর অভিযোগ সরকার দলীয় প্রভাবশালী মহলের আর্শীবাদ থাকায় কামরুল কে গ্রেপ্তার করছেনা। পুরো নাম নাহিদুল ইসলাম ওরফে কামরুল হাসান।
স্থানীয় মহলে পিচ্চি কামরুল নামে পরিচিত। বয়স ২২ থেকে ২৩। চাদঁপুর জেলার হাইমচর থানার হাইমচরের মাইনুদ্দিন পাটোয়ারী ওরফে হুমায়ূন কবির ওরফে জাহাঙ্গীরের ছেলে। তারা ফতুল্লা থানার তক্কারমাঠস্থ বড় বাড়ী এলাকায় সপরিবারে বসবাস করে।
ফতুল্লা পাইলট স্কুলের পুকুরের পূর্ব দিকে চন্দ্রাবাড়ীকে ঘিরে তার অপরাধ জগৎ। এখানে প্রতিদিন কাউকে না কাউকে রাস্তা থেকে তুলে এনে নির্যাতন করে তার পরিবারের নিকট থেকে আদায় করা হয় টাকা। ছিনিয়ে নেয়া হয় সাথে থাকা মোবাইল ফোন ও টাকা।
নির্যাতনের জন্য রয়েছে একটি রুম। প্রশাসনের হাত থেকে রক্ষা পেতে রুমটির পেছনের জানালা গ্রিল অভিনব ভাবে হালকা করে রেখে দিয়েছে। যাতে করে সহজেই তা খুলে পেছন দিক দিয়ে পালিয়ে যাওয়া যায়। রাত হলেই কামরুল সহ তার সহোযোগিরা নেমে পরে ছিনতাই কর্মে।
ছিনতাই করতে গিয়ে পোস্ট অফিস রোডে স্পিনিং মিলের শ্রমিক মুছা ইবনে আলম ওরফে মুন্না (১৬) কে ছুরিকাঘাত করে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতারও করে। তাছাড়া তানভীর (১৭) নামের এক কিশোর কামরুল ও তার সহোযোগিদের নির্যাতনের হাত থেকে রেহাই পেতে আত্নহত্যা করে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আত্নহত্যা প্ররোচনার অভিযোগ এনে কামরুল সহ তার কয়েক সহোযোগীদের অভিযুক্ত করে মামলা দায়ের করে।
স্থানীয়রা জানায়, কামরুল ও তার সহোযোগিরা মাদক কারবার,ছিনতাই, চাঁদাবাজি, মুক্তিপণ আদায় সহ রাতের অন্ধকারে গার্মেন্টস ফেরত নারী শ্রমিকদের শ্লীলতাহানি সহ এমন কোন অপকর্ম নেই যে তারা করেনা। সরকার দলীয় প্রভাবশালী একটি মহলের আর্শীবাদ থাকায় ভুক্তভোগীদের কেউ এই বাহিনীর বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত সাহস করেনা। দূর্র্ধষ এই অপরাধী কে গ্রেফতারে জেলা পুলিশ সুপার ও র্যাব-১১’র জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৭ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন