সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে গুলি করেছে শাহ নিজামের অস্ত্রধারী সন্ত্রাসী আলাউদ্দিন হাজীর পুত্র আক্তার, সুমন ও তার মেয়ে জামাতা পঞ্চবটির আলোচিত যুবলীগ ক্যাডার ওলা মাসুদ। এতে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিনসহ ১৫-২০ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ফতুল্লা রেললাইন বটতলা থেকে কাঠেরপুল এলাকা পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় দু’ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। আশপাশের দোকানপাট, বসতবাড়ি, ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাঝে আতংক ছড়িয়ে পরে।
স্থানীয় প্রতক্ষদর্শীরা জানায়, ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে দুপুর ২টা থেকে রেল লাইন বটতলায় ছোট ছোট মিছিল নিয়ে জমায়েত হতে থাকে লোকজন।
তিনটার দিকে মিছিলটি রেললাইন বটতলা হয়ে কোতালেরবাগ কবরস্থান পাড় হওয়ার সময় শাহনিজাম ও নিপুর অন্যতম দোসর আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার, সুমন ও মেয়ের জামাতা ওলা মাসুদের নেতৃত্বে তাদের সহোযোগি সন্ত্রাসীরা মিছিলে হামলা চালায়। এ সময় ওলা মাসুদ ও সুমন মিছিলে গুলিবর্ষন করে। এতে করে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। পুনরায় তারা একত্রিত হয়ে গুলিবর্ষনকারীদের ধাওয়া দেয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) সোলেয়মান মাহমুদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে লিপ্ত দুটি গ্রুপকে ধাওয়া করা হলে তারা ঘটনাস্থল থেকে সটকে পরে। সংঘর্ষে ২০ জনের ওপরে আহত হয়েছে বলে জানতে পেরেছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে তিনি জানান।
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন