শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
ফতুল্লার পাগলা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ওই কিশোরীর নাম মিম আক্তার (১৪)।
শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় পাগলার রসুলপুরস্থ পারভীন ক্লিনিক সংলগ্ন আশরাফের বাড়ির থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
নিহত মিম আক্তার ওই বাড়ির ভাড়াটিয়া ফয়সাল মিয়ার মেয়ে। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো।
নিহতের পরিবারের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, নিহত কিশোরী বাবা-মায়ের সঙ্গে দুপুরে এক সঙ্গে খাবার খায়। এসময় পড়ালেখার বিষয় নিয়ে বাবা-মা তাকে বকা দেন। খাবার খেয়ে সে নিজ ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সন্ধ্যা পর্যন্ত দরজা না খোলায় বাবা-মা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পায় সিলিং ফ্যানের সঙ্গে সে ঝুলছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন