রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
ফতুল্লার বক্তাবলীতে প্রকাশ্য দিবালোকে আলমগীর হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার সকালে রারায়ণগঞ্জের আদমজীতে র্যাব-১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।
২১ মার্চ বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় আলমগীর হোসেনকে দুর্বৃত্তরা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করেন। এ হত্যাকাণ্ডের ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
র্যাব সদস্যরা ঢাকার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামি ওমর ফারুক (৪৬) এবং আব্দুল আলীকে (৬০) শুক্রবার গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন (৩৪) গ্রেফতার আসামি আব্দুল আলীর তিশা ব্রিক ফিল্ড ও ওমর ফারুকের মারুফা ব্রিক ফিল্ডে লোড আনলোডের কাজ করতেন।
পূর্ব শত্রুতার জেরে গত ২১ মার্চ গ্রেফতার আসামিসহ আরও ৩০-৩৫ জন আলমগীরকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো চাকু দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
পরে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে তিনি সেখানে চিকিৎসাধীন মারা যান।
গ্রেফতার আসামিদের ফতুল্লা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়
Dhaka, Bangladesh রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৯ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৪ |
এশা | রাত ৭:৪২ |
আপনার মতামত কমেন্টস করুন