শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে সাহিদা বেগম (৫০) মারা গেছেন। বুধবার ২০ ডিসেম্বর রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা।
গত ১৬ ডিসেম্বর দিবাগত রাত ১২টার দিকে কাশীপুর ইউনিয়নের খিলমার্কেট এলাকার নির্মাণাধীন চারতলা ভবনের তৃতীয় তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় দগ্ধ হন সুলতান মিয়া (৬০), তার স্ত্রী সাহিদা বেগম (৫০), দুই ছেলে নবী হোসেন (২৭) ও আলী হোসেন (২৫)। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছিলেন, সাহিদা বেগমের শরীরের ৫৩ শতাংশ, নবী হোসেনের ২২ ও আলী হোসেনের ২০ শতাংশ এবং সুলতান মিয়ার ৪ শতাংশ পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ বলেন, ‘ফ্ল্যাটটিতে কোন গ্যাস সিলিন্ডার আমরা পাইনি৷ তিতাসের সরাসরি লাইনের দু’টি চুলা ছিল। প্রাথমিক তদন্তে গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। বিস্ফোরণে ঘরের কাঁচ ও দরজা ভেঙে গেছে। আগুনে পুড়ে গেছে ঘরের আসবাবপত্রও।”
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন