বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম :
ভালবাসার মানুষ মোকলেসুর রহমানকে অপহরন করে পুলিশের জালে আটক হলো প্রেমিকা ফাতেমা ও তার খালাতো ভাই মো.রায়হান। এ বিষয়ে মোকলেসুর রহমান পিতা লালমনিরহাট জেলার বর্তমানে দেওভোগ বাংলাবাজার আমবাগান এলাকার মো.শহীদুল ইসলাম ফতুল্লা মডেল থানায় দুই ভাইবোনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন যার নং ১১৪৬ ( ১৪/২/২০ইং)।
অভিযোগ সুত্রে জানা যায়,একই গার্মেন্টসে কাজ করা সুবাদে মোকলেসুর রহমানের সাথে কুষ্টিয়া` দৌলতপুরের বর্তমানে মাসদাইর পাকাপুল এলাকার একছাদ মন্ডলের মেয়ে ফাতেমার সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। প্রায় ২ মাস পুর্বে সকল সর্ম্পক ভেঙ্গে গ্রামের বাড়িতে চলে যায় ফাতেমা। গত ১৩ ফেব্রুয়ারী মোকলেসুর তার নিজ কর্মস্থল ভিনটেক্স গার্মেন্টসে যায় তার ব্যবহৃত মুঠোফোনটি বাড়িতে রেখে। ঐদিন রাত ৮টা পর্যন্ত বাড়িতে না ফিরলে আমরা চিন্তিত হয়ে পড়ি। মোকলেসুরের রেখে যাওয়া মুঠোফোন খুজে ১নং বিবাদী রায়হানের ব্যবহৃত মুঠোফোনে ১০৭৯৮৫৭৩৫৪৭ ফোন করা হলে সে নিজেকে ফাতেমার ফুফাতো ভাই পরিচয় দেয় এবং আপনাদের ছেলে আমাদের হেফাজতে রয়েছে বলে জানায়। আমার মামাতো বোন ফাতেমা আপনার ছেলের পরামর্শে বাড়ি হতে পালিয়ে এসেছে বলে জানান এবং এও বলেন আমার বোনকে ফেরত দিলে আপনার ছেলেকে ফেরত দেয়া হবে। নতুবা আপনার ছেলে ক্ষতিসাধন করে দেবো।
মোকলেসুর রহমানের পিতা জানান, ছেলেকে অপহরন করা হয়েছে এ মর্মে থানায় একটি অপহরনের অভিযোগ করা হলে পুলিশ রায়হান ও ফাতেমাকে আটক করেছেন। তাদেরকে ভালভাবে জিজ্ঞাসা করা হলে আমার ছেলেকে ওরা কোথায় আটক রেখেছে তা অনুসন্ধ্যান করে আমার ছেলেকে উদ্ধার করা সম্ভব। বিষয়টি ভালভাবে তদারকির জন্যই আমি থানায় একটি অভিযোগ দায়ের করি।
Dhaka, Bangladesh বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ২৬ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৬ |
আপনার মতামত কমেন্টস করুন