একসঙ্গে জন্ম নেয়া তিন শিশু ‘স্বপ্ন, পদ্মা ও সেতু’ এখন দেশ জুড়ে এখন আলোচিত নাম। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাসে জন্ম নেয়ায় তাদের এই নাম করন করায় নবজাতক শিশু গুলো সারা দেশের মানুষের কাছে এরই মধ্যে আলোচিত হয়ে ওঠে। শুধু তাই নয়, এ খবর পৌঁছে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান পর্যন্ত। খবরটি শুনে তিনিও চুপ করে বসে না থেকে প্রতিদান হিসেবে তাৎক্ষণিকভাবে ওই নবজাতকদের জন্য স্বর্নের চেইন সহ নানা ধরনের উপহার সামগ্রী পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক সোমবার (২০ জুন) বিকেলে বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকায় তিন শিশুর জন্ম দেয়া দম্পতির বাসভবনে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী গুলো নিয়ে হাজির হন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন-বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুদরত-ই-খুদা, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
তিন শিশুর জন্য পাঠানো উপহার সামগ্রীর ছিলো+এক ভরি ওজনের তিনটি স্বর্ণের চেইন, ফল ও ফুল।
গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে নবজাতকদের পিতা আশরাফুল ইসলাম অপু জানান, দুপুরে তার সাথে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যোগাযোগ করেন শামীম মুসফিক। পরে সন্ধা ৬ টার দিকে তারা বাড়িতে আসেন। একত্রে জন্ম নেওয়া তিন সন্তানের নাম স্বপ্নের পদ্মা সেতুর সাথে মিলিয়ে রাখায় খুশি হয়ে প্রধানমন্ত্রী তিনটি স্বর্ণের চেইন, ফুল ও ফল উপহার পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আনন্দিত বলে জানান অপু ও তার পরিবারের লোকজন।
গত শুক্রবার নারায়ণগঞ্জ শহরের একটি ক্লিনিকে আশরাফুল ইসলামের স্ত্রী অ্যানি বেগমের অস্ত্রোপচারের মাধ্যমে এক ছেলে ও দুই কন্যা সন্তানের জন্ম হয়। অস্ত্রোপচার করা চিকিৎসকের পরামর্শে তিন নবজাতকের নাম ‘স্বপ্ন’, ‘পদ্মা’ ও ‘সেতু’ রাখেন পরিবারের লোকজন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সারাদেশে ব্যাপক আলোচিত হয়।
আপনার মতামত কমেন্টস করুন