শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাজমা আক্তার (৪০) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে পাষন্ড স্বামী কাউছার আলম তুহিন। বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে ফতুল্লার ফাজিলপুর এলাকায় রকির ভাড়াটিয়া বাড়িতে এঘটনা ঘটে।ঘাতক স্বামী কাউছার আলম তুহিন পলাতক রয়েছেন।
নিহতের বড় ছেলে নাজমুল জানান, পারিবারিক কলহের জের ধরে তার মায়ের বুকের নিচে বাবা ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। তাৎক্ষণিক ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতু্ল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, কাউছার আলম তার স্ত্রী নাজমা আক্তারকে পরকীয়া সন্দেহ করতেন। তার ধারণা, নাজমা আক্তার অন্য কোনো লোকের সঙ্গে পরকীয়ায় জড়িত। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলতে পারবো।
Dhaka, Bangladesh শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ |
এশা | রাত ৭:৪৪ |
আপনার মতামত কমেন্টস করুন