শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
শহর প্রতিনিধিঃনারায়ণগঞ্জ শহরের কদমতলী এলাকায় শারমিন জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে শীতলক্ষ্যা কদমতলী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া, বিসিক ও হাজীগঞ্জ স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, আগুনে গোডাউনে থাকা সবকিছু পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তের পর জানা যাবে। এতে কোনো হতাহতের খবর নেই।
গোডাউন ভাড়া নেওয়া চার ব্যবসায়ীর একজন মহসিন কবির দাবি করেন, গোডাউনে থাকা পাট ও মেশিনারিজসহ প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনিসহ সালাম, গোপাল তালুকদার ও গণেশ বাবু এই চার মালিক মিলে গোডাউনটি ভাড়া নিয়ে পাট মজুত করে রপ্তানি করতেন। এতে ছিল প্রায় তিন কোটি টাকার পাট। পাশেই আরেক জনের ৩০ কোটি টাকার পাট রয়েছে। গোডাউনে থাকা সবার পাট ও মেশিনারিজসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক শত কোটি টাকার বেশি হবে বলে জানান তিনি।
Dhaka, Bangladesh শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ |
এশা | রাত ৭:৪৪ |
আপনার মতামত কমেন্টস করুন