রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
“পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন ” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রাণীসম্পদ ও সদর উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের আয়োজনে সদর উপজেলার ফতুল্লার কাশিপুর বড় মসজিদ মাদ্রাসা মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে ফতুল্লার কাশিপুরস্থ বড় মসজিদ মাদ্রাসা মাঠে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস। স্বাগত ও প্রাণিসম্পদ উন্নয়নের উপর বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান ভূঞা।
সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোকারমা আক্তার এর সঞ্চালনায় সভায় অন্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, জেলা ভেটেরিনারি সার্জন ডা. কবির উদ্দিন আহমেদ, কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডা. মুহাম্মদ ফারুক আহমেদ, জেলা ট্রেনিং অফিসার ডা, মো. জাকির হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহরিয়ার সালমা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.তাজুল ইসলাম, ডেইরি এসোসিয়েশন সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জসিম সরকার প্রমুখ।
Dhaka, Bangladesh রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১ রবিউল-আউয়াল, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৯ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৪ |
এশা | রাত ৭:৪২ |
আপনার মতামত কমেন্টস করুন