শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
ফতুল্লায় ধলেশ্বরী নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া মাহফুজুর রহমানের (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ ফাঁড়ি পুলিশ।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে ডিগ্রিচর এলাকাস্থ ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকার নদীতে সাঁতার কাটতে নেমে ডুবে যান মাহাফুজুর রহমান।
নিখোঁজ মাহফুজ জয়পুরহাট জেলার সদর থানার আমদই গ্রামের শফিউল ইসলামের ছেলে। তিনি ফতুল্লার বিসিকস্থ এনআর গ্রুপের একটি গার্মেন্টেসে চাকরি করতেন এবং ভোলাইল মিষ্টির দোকানস্থ একটি বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
এ ঘটনায় নিখোঁজের চাচাতো ভাই মোহাম্মদ শাকিব আহম্মেদ বাদী হয়ে শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরি করেন।
বক্তাবলী নৌ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) বাদল জানান, দুপুরের দিকে তারা দুই বন্ধু মিলে ধলেশ্বরী নদীর পশ্চিম তীর থেকে পূর্বে নদী পারি দেওয়ার সময় এক বন্ধু তীরে উঠতে সক্ষম হন। কিন্ত মাহফুজুর রহমান নদীতে ডুবে যান। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা। শুক্রবার রাত ৮টা পর্যন্ত নিখোঁজের সন্ধান চালিয়ে খোঁজ না পেয়ে শনিবার সকাল থেকে আবার তল্লাশি করা হয়। পরে দুপুরে ডিগ্রিচর এলাকায় মরদেহ ভেসে উঠলে কোস্টগার্ডের সহায়তায় তা উদ্ধার করা হয়
Dhaka, Bangladesh শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২৯ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৮ |
সূর্যোদয় | ভোর ৫:৩৭ |
যোহর | দুপুর ১২:০১ |
আছর | বিকাল ৩:২৮ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
এশা | রাত ৭:৪৩ |
আপনার মতামত কমেন্টস করুন