বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির দলের উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২২ জানুয়ারি) বিকেল তিনটায় সিদ্ধিরগঞ্জের সাইন বোর্ড এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার শারীরিক রোগমুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় শীতার্তদের মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টিটু,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন সিকদার, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ূন, সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হাই রাজু, বিএনপি নেতা কাউন্সিলর ইকবাল হোসেন, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সদস্য সচিব মোতালেব মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য সচিব মশিউর রহমান রনি, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান স্বপন, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহীন মিয়া, সদস্য সচিব মো. কায়সার রিফাত, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুর নাহার বেগম, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, জেলা জাসাসের সভাপতি সিরাজুল হক, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকারিয়াসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২৮ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৭ |
সূর্যোদয় | ভোর ৫:৩৬ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৭ |
এশা | রাত ৭:৪৫ |
আপনার মতামত কমেন্টস করুন