সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪.কম : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে ট্রলারের ধাক্কায় নদীতে পড়ে গিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জেলে। রোববার ভোরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই জেলের নাম খুরশিদ আলম (৬৩)। তিনি মধ্যারচর এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত দুজন হলেন একই এলাকার শাহজাহান (৫০) ও তাঁর ছেলে সিরাজুল ইসলাম (১৪)। গুরুতর আহত অবস্থায় তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আবদুল হাকিম জানান, মেঘনা নদীতে মাছ ধরা শেষে রোববার ভোরে নামাজ পড়ার জন্য খুরশিদের ট্রলার নদীতেই ভাসছিল। এ সময় মাছ ধরা শেষে ফেরার পথে অন্য একটি ট্রলার ওই ট্রলারকে ধাক্কা দিলে খুরশিদ মাথায় আঘাত পেয়ে পানিতে পড়ে যান। অন্য দুজনও গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই খুরশিদের মৃত্যু হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে
Dhaka, Bangladesh সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ২৫ সফর, ১৪৪৭ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:১৬ |
সূর্যোদয় | ভোর ৫:৩৫ |
যোহর | দুপুর ১২:০২ |
আছর | বিকাল ৩:২৯ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
এশা | রাত ৭:৪৮ |
আপনার মতামত কমেন্টস করুন